গোদনাইল ৮নং ওয়ার্ড
ভূঁইয়া পাড়া নিবাসী– বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষকতা ও সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিত জনাব মোঃ আশেকে আলী মাষ্টার সাহেব আর নেই —“ইন্না ইলাহি ওয়া ইননা ইলাহি রাজিউন”।
আজ (০১.০৪.২০২১ইং) সকাল ১০ ঘটিকায় ধনকুন্ডা ইদগাহ ময়দানে তাকে মৃত্যু কালীন শেষ সম্মাননা গার্ড অব অনার এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।