নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে পাসপোর্ট অফিসের আসেপাশের কম্পিউটারের দোকান গুলোতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
উক্ত অভিযানে এনজি এন্টারপ্রাইজ ও ওয়ার্ড ওয়ায়িড ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর অফিসে অভিযান পরিচালনা করে মোট ১১৪টি পাসপোর্ট, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসারের সীল সহ অন্যান্য প্রতিষ্ঠানের মোট ১৪টি সীল, স্ট্যাম্প জালিয়াতির ৬৪টি নোটারী পাবলিক কপি সহ নগদ ২০,০০০ টাকা জব্দ করা হয়।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ আঞ্চলিক অফিসের আশপাশে কম্পিউটারের দোকানের আড়ালে সাধারন মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল।
অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চোরাইকালে চোর চক্রের সদস্য রাজিব চন্দ্র পাল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাকালে সে শিকার করে সে অটোরিকশা চোর চক্রের সদস্য। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে রুপগঞ্জ থানাধীন মাসাবো বাজার জনি ভূইয়া এর গ্যারেজ থেকে আরো তিনটি চোরাই অটো মিশুক উদ্ধার করা হয়। ০৪ (চার) চোরাই অটো মিণ্ডিকের সর্বমোট মূল্য অনুমান ৪,২৮,০০০ (চার লক্ষ আঠাশ হাজার) টাকা। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে এবং গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সকল তথ্য আজ দুপুরে গণমাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু মাহমুদ চৌধুরী।