নিজস্ব সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মানবিক টিমের একঝাঁক সেচ্ছাসেবক অসহায়, দুস্থ্য ও পথচারীদের মাঝে সাহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

খোঁজ নিয়ে জানা যায়- প্রতি রাতে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও খানপুর ৩০০ সজ্জা হাসপাতালের জরুরী বিভাগে আগত রুগীর স্বজন, পথচারী সহ দুস্থ্য ও অসহায়দের মাঝে শতাধিক প্যাকেট খাবার বিতরণ করা হয়।

সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করে আসছে, এমনটাই জানান- সংগঠনটির মানবিক টিমের সমন্বয়ক ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা।

উল্লেখ্য, ধর্মীয় ও সামাজিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা কালীন সময়ে কাফন দাফনের মাধ্যমে মানবিক টিমের সূচনা ঘটে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মানবিক টিম করোনা আক্রান্ত মৃতদেহ কাফন দাফনের পাশাপাশী, কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় খাদ্য বিতরণ সহ মাহে রমজানে সাহরি বিতরণ শুরু করে। করোনা পরবর্তীতে প্রতি বছর রমজান মাসে সাহরি বিতরণ কার্যক্রম চলমান রাখে সংগঠনটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *