নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বাদ আছর নগরীর চাষাঢ়াস্থ মহিলা কলেজ সংলগ্ন রেললাইনের পশ্চিম পাশে আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ও-ই মার্কেটের স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুতুববাগ দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ জাকির শাহ্।

এসময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নকশবন্দী মোজাদ্দেদী কুতুববাগ দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ জাকির শাহ্ মোনাজাত পরিচালনা করেন। বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কুতুববাগ দরবার শরিফের ভক্তবৃন্দ সহ মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *