নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা’র আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে ভোলাইল বাজারে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- যুবদল নেতা জিতু হোসেন, রিজওয়ান সিকদার, কামাল হোসেন, সোহেল আহম্মেদ সহ কাশীপুর ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি সহ দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত শেষে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *