নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর উত্তর চাষাঢ়াস্থ চানমারী এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদে (বাসকসপ) নারায়ণগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ রমিজ উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে আনন্দ র্যালী, পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে কেক কাঁটা হয়। বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদে (বাসকসপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিরাজ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদে (বাসকসপ) নারায়ণগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক দিপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় উপকমিটির সদস্য সচিব ও (বাসকসপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাউদ নূর এ শফিউল কাদের, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের মোঃ মুনির হোসেন, নারায়ণগঞ্জ বিচার বিভাগের মোঃ দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনার মোঃ সোহেল খাঁন, নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদের মোঃ মনির হোসেন, ফতুল্লা ডাক বিভাগের মোঃ রিজভী আহমেদ, সোনারগাঁও ডাক বিভাগের মোহাম্মদ মোবারক উল্যাহ, কাঞ্চন ডাক বিভাগের মোঃ আসাদুল হক, স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আল ইমরান মুন্না, সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র দেবনাথ, মোঃ শাহ্ আলম সহ ডাকঘর কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।