নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ১৩ অক্টোবরের জনসভা সফল করার লক্ষ্যে নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বাদ আছর নগরীর পুরাতন কোর্ট এলাকায় এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটির পরিচালনা করেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন- কাঁচপুরের জনসভা সফল করার লক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে যোগদান করতে হবে। সকল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র জনসভা সফল করার জন্য আহবান জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জি. এম. আরমান, সদস্য মোঃ পারভেজ, মোঃ জসিম উদ্দিন, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলার ইফতেখারুল ইসলাম খোকন, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলার কামরুল হাসান মুন্না, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ খান মাসুদ, শ্রমিক লীগ নেতা মোঃ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন, মোঃ আনিস আহম্মেদ, মোঃ ফয়েজ, মিয়া, মোঃ সাহেদ আহম্মেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানী মোঃ সবুজ সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *