নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র জনসমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন।
শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় নগরীর চাষাঢ়াস্থ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এ বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জনসমাবেশে দিপু ভূঁইয়া বক্তব্যে বলেন- আমাদের সহযোগী যাদের নিয়ে একসাথে আমরা আন্দোলন করি। সেই মান্নান ভাই, টিটু, জিকু এবং জাকির খান সহ আমাদের অনেক নেতা-কর্মী কারাগারে আছে। আমরা অতিশিঘ্রই তাদের সকলকে মুক্ত করে আনবো। এবং এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো।
উক্ত জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জুয়েল আহম্মেদ, মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন প্রমূখ।