মোহাম্মদ এরশাদুল হক চট্টগ্রাম
আজ ১৯ ফেব্রুয়ারি নাগরিক ঐক্য চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর নাগরিক ঐক্যের চকবাজারস্থ কার্যালয়ে প্রচার বিভাগের দাপ্তরিক দায়িত্ব প্রাপ্ত ইসমাইল হোসাইন আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নাগরিক ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ জামাল উদ্দিন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, দেশ আজ ক্রান্তিকালিন সময় পার করছে, মন্ত্রী নিজেরাও জানেনা তারা কি বলছে। দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে সরকারের কর্তারা আজ আবুল তাবুল বকা শুরু করেছে। কি সিদ্ধান্ত দিবে তারা তাও বুঝতে পারছে না। এখনি সময় এই দুর্নীতিবাজ সরকারের পতনে একমত হয়ে কাজ করা। আরো বক্তব্য রাখেন মহানগর নাগরিক ঐক্যের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক বদিউল আলম, ডাঃ মজিবুর রহমান, কোষাধ্যক্ষ আবদুল হক প্রমুখ।