নিজস্ব সংবাদদাতা: ফতুল্লায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের
আঘাতে যুবলীগ নেতা শামীম তালুকদার (৪৫) ও তার ম্যানেজার আসলাম (৩৫) কে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী খলিল বাহিনীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে আহত ও-ই দুইজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে পঞ্চবটি এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী খলিল বাহিনী এ হামলা চালায়। আহত যুবলীগ নেতা শামীম
তালুকদার ফতুল্লার শাসনগাও এলাকার মৃত আলাউদ্দিন’র পুত্র এবং ম্যানেজার আসলাম ফতুল্লার শিহারচর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়- দীর্ঘদিন যাবৎ ফতুল্লার শাসনগাও এলাকার বাসিন্দা ফরিদপুরের খলিল এবং যুবলীগ নেতা শামীম
তালুকদার’র সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে ম্যানেজার আসলামকে সাথে
নিয়ে শামীম তাল্ধুসঢ়;কদার তার ফতুল্লার বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সন্ত্রাসী খলিল ও তার বাহিনী শামীম
তালুকদারকে গতিরোধ করে।

এ সময় তারা কিছু বুঝে উঠার আগেই তাদের হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে শামীম তালুকদার ও আসলাম’র পেটে ও পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন আস্তে আস্ত জড়ো হতে থাকলে সন্ত্রাসীর পালিয়ে
যায়। পরে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিলে সেখান থেকে আজগর আলী হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু জানান- লোক মাধ্যমে ঘটনা শুনতে পেরেছি। তবে এখনো কেউ
থানায় এসে কোনো অভিযোগ দায়ের করেনি। ঘটনার সংবাদ পেয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যারাই এ ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই
আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *