বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বন্দরে একটি বাজার দখলে নিতে পিজা শামীম বাহিনীর গুলিবর্ষণ। দখলে বাধা দেয়ায় জমির মালিক গুলিবিদ্ধ, একই দুই নারী ও শিশু সহ ১০ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেরাজীকান্দা এলাকায় এ সন্ত্রাসী কর্মকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সন্ত্রাসীদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে বিক্ষুদ্ধ জনতা। গুরুতর আহত জমির মালিক গুলিবিদ্ধ মনিরুল হক পারভেজ(৪২), তার স্ত্রী সুমা আক্তার(৩০) ও তার বৃদ্ধা মা মাফুজা বেগম(৫৮) ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলাগাছিয়া ইউপি সাবেক প্রয়াত চেয়ারম্যান রাইসুল হকের মালিকাধিন নাসিক ২০ নং ওয়ার্ড ফেরাজিকান্দা এলাকায় বাজারের জমি দখলে নিতে জন্য জাতীয় পার্টি নেতা নারায়ণগঞ্জ শহরের সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টার দিকে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে যায়। এসময় পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণ নিয়ে জমি মেপে শেষ করেন। এরপর ফরাজিকান্দা মসজিদের পাশ্বে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের বাড়িতে গুলি ছুড়তে ছুড়তে গলির ভিতরে যায় সন্ত্রাসীরা। এসময় রাইসুল হকের ছেলে মনিরুল হক পারভেজ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। তাকে বাচাঁতে দৌঁড়ে এগিয়ে আসলে পারভেজের স্ত্রী সুমা হককে ঘাড়ে দারালো অস্ত্রের আঘাতে করে। এমুহুর্তে রাইসুল হকের স্ত্রী মাহফুজা হক এগিয়ে আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা।
এ ঘটনা ঘটিয়ে বের হওয়া সময় এলাকাবাসী ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার নাসিম ওসমান সেতু অতিক্রম করতে হোন্ডাবাহিনীর ৪ টি হোন্ডা ভাঙচুর করে অগ্নি সংযোগ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় রণক্ষেত্র পরিনত হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত মনিরুল হক পারভেজ জানান, কিছু বুঝে উঠার আগেই গুলিতে আহত হয়ে লুটে পড়ি। ফিল্ম স্টাইলে রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে বাসায় ঢুকে পিজা শামীমের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী।
বন্দর থানার অসিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হবে।