বন্দর থেকে বিল্লাল হোসেন :
নারায়ণগঞ্জ বন্দরে মাদক কারবারী মোছাঃ রেশমা বেগম (৩৭), ও মোঃ শাকিল (২৬)’কে ১৮৩ বোতল ফেন্সিডিল ও ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১০, কেরানীগঞ্জ।

শনিবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১১ টা হতে সোয়া ১ টা পর্যন্ত বন্দর থানাধীন গোকুলদাসেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মোঃ কবির হোসেন (৪৫) কৌশলে পালিয়ে যায়।
ধৃত রেশমা গোকুলদাসেরবাগ এলাকার মোঃ কবির হোসেনের স্ত্রী, ধৃত শাকিল একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে ও পলাতক কবির হোসেন মোঃ আব্দুর রব এর ছেলে।

এ ঘটণায় র‍্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ, ঢাকা’র ডিএডি, ওয়ারেন্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে মাদক আইনে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৫(১০)২৩, তাং-২১/১০/২০২৩ ইং।

মামলা সূত্রে জানাগেছে, র‍্যাব-১০, সদর কোম্পানী, কেরাণীগঞ্জ, ঢাকা’র অপারেশন সিসি নং-৭৫৩/২০২৩, তারিখ-২১/১০/২০২৩ খ্রিঃ মূলে ডিএডি, ওয়ারেন্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ সরকারী মাইক্রোবাসযোগে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন ২১/১০/২০২৩ খ্রিঃ তারিখ ১০.১৫ ঘটিকায় যাত্রাবাড়ী মোড়ে অবস্থান করাকালে গোপণ সংবাদের মাধ্যমে জানতে পারে যে,
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন গোকুলদাসেরবাগ সাকিনস্থ সাবেক মেম্বার মোঃ কবির হোসেন এর বাড়ীতে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজার মজুদ করা হয়েছে।

উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একই তারিখ ১০.২০ ঘটিকায় রওনা করে একই তারিখ ১১.৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন গোকুলদাসারবাগ সাকিনস্থ পলাতক আসামী মোঃ কবির হোসেন এর বসতবাড়ীর সামনে উপস্থিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী ও অন্যান্য লোকজনসহ উক্ত বাড়ীর পশ্চিম দুয়ারী টিনের ঘরের ভিতর প্রবেশ করে ১। মোছাঃ রেশমা বেগম (৩৭) ও ২। মোঃ শাকিল (২৬) ‘দ্বয়কে আটক করে এবং উক্ত বাসার মালিক মোঃ কবির হোসেন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক পশ্চিম দুয়ারী টিনের ঘরের ভিতর তল্লাশীকালে উক্ত ঘরের খাটের নিচে থাকা একটি নীল রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৮৩ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪৯ হাজার টাকা এবং একই খাটের নিচে থাকা একটি চটের বস্তা ও তিনটি প্লাস্টিকের বস্তা মোট ৪ টি বস্তার ভিতর হতে আকাশী রংয়ের পলিথিনের উপর বাদামী কসটেপে মোড়ানো ২ টি পোটলার প্রতি পোটলায় ৬ কেজি করে ১২ কেজি গাঁজা, একটি পোটলায় ৫ কেজি গাঁজা ও ১৫ টি পোটলায় ২ কেজি করে মোট ৩০ (ত্রিশ) কেজি গাঁজা, সর্বমোট ১৮ টি পোটলায় মোট ৪৭ কেজি গাঁজা (পলিথিন ও কসটেপসহ ওজন মাপার ডিজিটাল যন্ত্র দ্বারা ওজনকৃত) উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
মামলা সূত্রে আরও জানাযায়, আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা উভয়েই উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করতঃ পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের সহিত পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার জন্য নিজ নিজ হেফাজতের রেখেছে মর্মে সাক্ষীদের সামনে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের রবিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *