বন্দর প্রতিনিধি:
বন্দরে ২ মহিলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার কামিজউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আল আমিন (৩০) ও তার স্ত্রী একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শারমিন (২৬) কামিজ উদ্দিন মিয়ার অপর ছেলে তোতা মিয়া (৩২) ও তার স্ত্রী ফাতেমা বেগম (২৮) বন্দর থানার সালেহনগর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাব্বি (২৪) বন্দর তিনগাও এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ২ ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল লতিফ (৬৫) ও মফিজুল ইসলাম (৫২)।

গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স বন্দরে বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *