কাজী নেওয়াজ শরীফঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জামপুর গ্ৰামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।
২৮শে মে শুক্রবার বিকেলে উপজেলার জামপুর গ্ৰামে পারিবারিক জেরে শাহ্ জামালের ছোট ছেলে মেহেদী(২৬)হাতে বড় ছেলে কিরন(৩০)খুন হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শাহ্ জামালের বড় ছেলে কিরন বাবা মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা ও মা’কে মারধর শুরু করে ছোট ছেলে মেহেদী এসে দেখতে পেয়ে বড় ভাই কিরন’কে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এক পর্যায়ে কিরনের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন জানান,পারিবারিক বিরোধে কিরন’কে তার ভাই ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করেছে। পুলিশ মেহেদী’কে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।