নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত শিকদার ডাইনে এই ইফতারও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ সিটি ক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনির সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা।

এসময় প্রধান অতিথি এমপি খোকা বলেন,সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে সুন্দর পরিসরে এ ইফতার মাহফিল, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সমাজের আয়না, দর্পণ,আপনাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। তিনি কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক-১ দ্বীন ইসলাম হীরা, যুগ্ম সম্পাদক-২ রাশেদুল হাসান অভি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার, অর্থ সম্পাদক সুমন হাসান, প্রচার সম্পাদক মোঃ মিঠু আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক মিমরাজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লিটন বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এড.ফিরোজ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক কাউসারুল মামুন রাজু, সদস্য জাহাঙ্গীর সিকদার, সাজেদা ইসলাম, ফয়সাল হাসান,সোহেল প্রধান, স্বপন হোসেন প্রমুখ।

এসময় ইফতারের আগ মুহূর্তে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *