ভ্রাম্যমাণ প্রতিনিধি :আরিফ মিয়া

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে হাসিব এন্টারপ্রাইজ
নামে একটি জুটের গোডাউন ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অগ্নিকান্ডের
ঘটনায় ফ্যাক্টরিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় পুরো ফ্যাক্টরির
মেশিনারিজগুলোও।

খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট
ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে
আনে।হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান
হাবিব জানান, অগ্নিকান্ডে প্রায় ৮০ লাখ টাকার
মেশিনারিজ, কাপড়, কাগজ পুড়ে গেছে।

আরেক স্বত্বাধিকারী উল্লাস মিয়া জানান, আগুনে
আমাদের ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে। এখানে
থাকা জুট, কাগজ পুড়ে ছাই হয়ে গেছে এবং
মেশিনারিজ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি পরে জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *