নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ড নতুন আইলপাড়া রাসেল (১৭) নামের এক ছেলে কে পিটিয়ে হত্যা করেছে নতুন আইলপাড়া এলাকার কিছু বখাটে ছেলেরা।
গত ৩০ সেপ্টেম্বর ভোর চার টায় নতুন আইলপাড়া এলাকার আসলাম মিয়ার বাসায় মোবাইল চুরির ঘটনা কেন্দ্র করে এলাকার কিছু বখাটে ছেলে রাসেল (১৭) নামের এক ছেলে কে আটক করে, রাসেল আইলপাড়া মোঃ নাসিরের বড় ছেলে।
পরে রাসেলকে তিন রাস্তার মোড়ে তার খাম্বার সাথে রশী দিয়ে বেদে এলো পাতালে মারধর করে ভোরে ফজর নামাজের পরে মুসল্লী নামাজ পড়ে বেরিয়ে আসার সময় নতুন আইলপাড় রাসেলকে মারতে দেখে অনেক মুসল্লী নিষেধ করে চলে যায় এতে করে বখাটে ছেলেরা কারো কথা না শুনে রাসেলকে বেধে রাখে আরও মারধর করে এতে করে রাসেল বেহুশ হয়ে পরে।
এদিকে সকাল ৮.৩০ মিনিটে আসলাম মিয়ার বাসায় চোর ধরার খবর পৌছায় ইমরান নামের এক দোকানী পরে ঘটনাস্থলে আসলাম মিয়ার ছেলে শাহরিয়ার আরফিন গিয়ে দেখেন রাসেল বেহুশ হয়ে হাতপা বাধা অবস্থায় পরে আছে পরে শাহরিয়ার আরফিন রফিক নামের একজন কে বলেন ওর যে অবস্থা হয়তো কোনো দূর ঘটনা ঘটতে পারে ওরে আর না মেরে হয় পুলিশে দিন নয়তো সমাজ কল্যানে কারো কাছে বুজিয়ে দিন। শাহারিয়ারের কথা শুনে রফিক বলে উঠে ওরে নিয়া লাকি বাজার যাবো আর আসবো। এর মধ্যে শাহরিয়ার ৯৯৯ কল দিলে শাহরিয়ার কে সিদ্ধিরগঞ্জ থানা থেকে কল দিবে বলে জানিয়েছেন,
পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে আলমগীর নামে একজন পুলিশ কল দিয়ে কিছু সময় এর মধ্যে পুলিশ আসবে বলে পুলিশ আলমগীর জানায়। এদিকে শাহরিয়ার কথা অমান্য করে জাহাঙ্গীর ও রফিক রাসেলকে নিয়ে কোথাও চলে যাওয়ার সময় শাহরিয়ার আরফিন নতুন আইলপাড়া সমাজ কল্যাণের কমিটির সদস্য কাদির, মোস্তাফা কামাল কে বিষয় টি অবগত করেন ওনারা আসতে আসতে রাসেলকে নিয়ে কোথায় যেনো চলে যায় পরে তাদেরকে না পেয়ে মোস্তাফা কামাল ফিরে চলে যায়।
পরে শাহরিয়ার আরফিন পুলিশ আলমগীর কে কল দিয়ে বিষয় টি জানালে পুলিশ আলমগীর বলে দেখছি কি করা যায় পরে শাহরিয়ার আরফিন বাসায় চলে আসেন
এমনটাই জানিয়েছেন শাহরিয়ার আরফিন।
এদিকে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ এডিশনাল এসপি সার্কেল (ক) আমির খুসরু ও এডিশনাল এসিপ সার্কেল (ক) নাজমুল হাসান দুপুর ১.৩০ মিনিট সময় ঘটনাস্থল নতুন আইলপাড়া আসেন বিষয় টি পর্যপেক্ষন করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলার তদন্ত এসআই বিল্লাল কে অতি দূরত আসামি দের গ্রেফতার করার নির্দেশ দেন।
এই ঘটনায় প্রধান আসামি ১। মোঃ রফিকুল ইসলাম (৩৫) পিতা মৃত আলী আকবর মাদবর, ২। সোহাগ (৩২) পিতা আঃ কাদির, ৩। মোঃ সানী (২৮) পিতা অজ্ঞাত সর্ব সাং নতুন আইলপাড়া, ৮নং ওয়ার্ড কে অজ্ঞাতনামা ১০ জন কে মৃত রাসেলের দাদি রুনু বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিকেল ৫ ঘটিকায় বাদ আছর রাসেলের জানাজার নামাজ শেষে পাঠানটুলী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
সন্ধা ছয় ঘটিকায় নতুন আইলপাড়া সমাজ কল্যাণ কমিটির সদস্য মোঃ কাদির, মোস্তফা কামাল,ও অন্যান দের কাছে ঘটনার বিষয় টি জানতে চাইলে বলেন আমারাও চাই যে প্রকৃত দোশি কে সুস্থ তদন্ত করে আইনের মাধ্যমে সঠিক বিচার করা হোক।