নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানে ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। সোমবার(১৪ নভেম্বর) সকাল ১২ টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে নিউজ কাভার করতে গিয়ে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, ও ক্যামেরাম্যান এর ওপর বক্তাবলি এলাকার সন্ত্রাসী জাকির ফতুল্লা থানা গেট এলাকায় হামলা করে। হামলাকারী জাকিরকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় সাংবাদিক নেতৃবৃন্দ।

তারা বলেন ফতুল্লা থানায় সাধারন ডায়েরী করার ৪ দিন পার হলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় নি পুলিশ। এতে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক লিটন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক,নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আরজু, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিফাত আল লিঙ্কন এশিয়ান টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আসলাম মিয়া, জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি অপু রহমান, নিরবাংলা প্রতিদিন ফুটো সাংবাদিক ওয়ার্দে রহমান, ৭১ বাংলাদেশ ডটকম এর সম্পাদক মোঃ আল-আমীন, নিউজ 24 নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক মিঠুন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *