খাদিজা আক্তার ভাবনাঃ
০২/০৪/২০২১ রোজ শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, এই ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছেন,নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের এডমিনরা,
নারায়নগজ্ঞ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ২০২১
শুভ উদ্বোধনী ও পুরষ্কার বিতরনী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
নারায়ণগঞ্জ জজ কোর্ট, এডভোকেট মামুন সিরাজুল মজিদ,
বিশেষ অতিথি ছিলেন “বাবা ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা,মাহাদী হাসান,,অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, মন্ডল মাহমুদ শিপন,
নারায়ণগজ্ঞ পৌর ওসমানী স্টেডিয়ামে উপস্থিত সবাই মিলে সিদ্ধীরগঞ্জ রয়ালস টিম কে
পুরষ্কার বিতরন করেন।
নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের এডমিন প্যানেলের সার্বিক সহযোগিতায়
বিশেষ করে আল-মামুন পিওন,বাবুল হোসেন,মাহবুব, তন্ময়,মোজাম্মেল, সেতু,ফাহিম রাব্বী,হাসান নুর,শ্রাবণ, রুবেল,শোভন, শুভ ও মিন্টুর অক্লান্ত পরিশ্রমে এই খেলা সুন্দর ভাবে শেষ করা সম্ভব হয়েছে।
খেলার নিয়ম অনুযাই সকল টিম ই চ্যাম্পিয়ান , তাই সকল এ এই আনন্দ ভাগাভাগি করে নেয়ার এক অসাধারণ সুন্দর মুহুর্ত ছিলো নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব সহ সবার জন্য।