বন্দর প্রতিনিধি:
বন্দরে আল আমিন (৩৯) নামে ২ সন্তানের জনক বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ যুবকের স্ত্রী ফাতেমা আফরিন বাদী হয়ে (১৯ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৮৭৯। এর আগে ( ১৮ জানুয়ারী) বুধবার সন্ধ্যায় পৌনে ৬টায় বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে ওই ব্যাক্তি নিখোঁজ হয়। নিখোঁজ আল আমিন কুমিল্লা জেলার মুরাদনগর থানার বোদাইল এলাকার আলী আকবর মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজ জিডি বাদিনী জানান, আমার স্বামী আল আমিন বুধবার সন্ধ্যায় আমার পিতার বাড়ি দেওয়ানবাগ থেকে মদনপুর বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে আমার স্বামীর কোন হদিস না পেয়ে এ ঘটনায় আমি থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।
