নিজস্ব সংবাদদাতাঃ
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে মাস্ক প্রদান করেন ইউএনও আরিফা জহুরা।

সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. নুরুল হুদা, সদর উপজেলার কমান্ডার শাহ্জাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ প্রমুখ।

উপস্থিত মুক্তিযোদ্ধারা সদর ইউএনও আরিফা জহুরার কাছে সমাজের নানা সমস্যার কথা তুলে ধরেন। ভূমিহীন মানুষদের সহযোগিতার দাবি জানান। পরিপ্রেক্ষিতে সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন সদর ইউএনও। তিনি বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ১৯৭১ সালে আপনারা স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছেন বলেই এদেশ শত্রুমুক্ত হয়েছে। যেকোনো সময় মুক্তিযোদ্ধারা আমাকে পাশে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *