ডেক্স রিপোর্ট
স্বাচিপ ও বি এম এর একাংশের নামধারী নেতা ডাঃসামসুজ্জোহা সরকার সন্চয় সাবেক আর,পি নারায়ণগঞ্জ ৩০০’শয্যা হাসপাতাল বর্তমানে কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত, ডাঃবিধান চন্দ্র পোদ্দার বর্তমানে মাতুয়াইল শিশু হাসপাতালে কর্মরত, ডাঃশেখ ফরহাদ আবাসিক চিকিৎসক নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল।

এছাড়া গুটি কয়েক ডাঃ একত্রে নারায়ণগঞ্জ সরকারি দুটি হাসপাতাল জিম্মি করে রেখেছে, অভিযোগ একাধিক বিশস্ত সুত্রে, নারায়ণগঞ্জ প্রভাবশালী পরিবারের নাম প্রকাশ করে হাসপাতাল দুটি দাবড়িয়ে বেড়াচ্ছে,অথচ প্রভাবশালী পরিবার এ ব্যাপারে অবগত নয়।উল্লেখিত ডাঃসামসুজ্জোহা সন্চয়,ডাঃ বিধান চন্দ্র পোদ্দার, বিগত সময়ে ৩০০’শয্যা হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় হাসপাতাল টি নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে বিতর্কিত হয়, রীতিমতো নিজেদের খেয়াল খুশি মত হাসপাতাল টি পরিচালনা করতেন এমনও বহু অভিযোগ আছে হাসপাতালে আর পি সঞ্চয় এর এ চেম্বারে বহু রুগি বসে আছে অপেক্ষায় ডাঃ সন্চয় ও ডাঃবিধান নিজেদের সার্থ চিন্তায় চেম্বারে অালোচনায় ব্যস্ত থাকে।

রীতিমত সে সময় হাসপাতাল সুপার কে নিজেদের স্বাচিপ,ও প্রভাবশালী পরিবার এর জিম্মি করে রাখে,
নারায়ণগঞ্জ, ঢাকার বিভিন্ন পত্রিকায় উলেক্ষিত ডাঃ অপকর্মের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ হয় অতঃপর বদলী হয়,বদলী হয়েও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডাঃশেখ ফরহাদ কে নিয়ে প্রভাবশালী পরিবারের নাম প্রকাশ করে হাসপাতাল দুটো জিম্মি করে নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে, অভিযোগ সুত্রে প্রকাশ, একমি লিমিটেড ঔষধ কোম্পানির কোন প্রতিনিধি কে নারায়ণগঞ্জের ৩০০’শয্যা ও ২০০ শয্যা হাসপাতাল গুলেতে ডুকতেই দিবে না কারণ তারা প্রভাবশালী পরিবারের ছত্র ছায়ার পরিচয় দিচ্ছে অভিযোগ ভুক্তভোগীদের,

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন এর সাথে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।হাসপাতাল সুপাার ডা:আবুল বাসার মহোদয় বলেন তিনি শুনছেন   স্বচিপ সংগঠনের নেতাগন বাধা প্রদান করছেন,সুপার এর কোন বাধা নেই,   ভুক্ভোগী শুশিল সমাজের দাবি বদলী হওয়া ডাঃ সামসুজ্জোহা সরকার সন্চয়, ডাঃ বিধান চন্দ্র পোদ্দার এর প্রভাব মুক্ত করা হোক নারায়ণগঞ্জের হাসপাতাল গুলো,সুচিকিৎসা পাবে রুগীগন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *