নিজস্ব প্রতিবেদক
বর্তমান দেশে নিত্যপ্রয়োজনীয় দাম বেড়েছে লাগাম হিন দিশেহারা সাধারণ মানুষ। বাজার থেকে কম মুল্যে পণ্য ক্রয় করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নির্ধারিত নামে টি সি বির তালিকা ভুক্ত দেওয়া কার্ড নিয়ে পণ্য নিতে দেখা গিয়েছে সাধারণ মানুষ দের।
বুধবার ২১ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড এনায়েতনগর সমাজ কল্যাণ সংলগ্ন কাজী আজমিরী ডিলার থেকে প্রতি কার্ডে ৩৪০ টাকায় ২ লিটার তৈল,২ কেজি মসুর ডাল বিক্রি করতে দেখা গিয়েছে।
টি সি বির পণ্য নিতে আশা অনেকেই জানিয়েছেন আগে আমাদের কার্ডে ডাল,তৈল ও চিনি দেওয়া হতো বর্তমা ডাল ও তৈল দেওয়া হচ্ছে তাতেও কিছুটা সাশ্রয় হয়, তবে সরকার যদি আমাদের গরীব মানুষ দের কথা চিন্তা করে আরো কিছু পণ্য বাড়িয়ে দিতেন আমাদের জন্য অনেক উপকার হতো।