আবদুল্লাহ আল নোমান
আমি তোমাকে বিশুদ্ধ বাতাস দেব, তোমার শ্বাস-প্রশ্বাসের জন্য; আমি তোমার পরবর্তী প্রজন্মকেও দিয়ে যাবো, যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো’ এই স্লোগানের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ি আসর ১নং ওয়ার্ডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের বনজ,ফলজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৮শে অক্টোবর বিকাল ০৪টায় পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের শাপলা কুঁড়ি আসর পটিয়া পৌরসভার দপ্তর সম্পাদক ইমরান হোসেনের পক্ষ থেকে বাড়ির আঙ্গিনায় বসত ভিটায় রোপণ করার লক্ষ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে পেয়ারা, লেবু, আকাশমণি, চম্পল, রেইনট্রি ও বকুল ফুল গাছের চারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নাইম উদ্দিন বলেন, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। করোনা আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। কিন্তু বাড়িঘর নির্মাণ আর কলকারখানা স্থাপনের কারণে দিনকে দিন বন উজাড়ে বাংলাদেশ সবুজতা হারাচ্ছে। দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একইসঙ্গে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়েও সামাজিক সচেতনতা ও উৎসাহিত করা হচ্ছে। প্রতিটি মানুষের উচিত নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য গাছ লাগানো।’

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ি আসরের সভাপতি নাইম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান,সহসভাপতি হাজী শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *