নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

মুজিববর্ষে দেশের সব ভৃমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রতিশ্রুতি রক্ষায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গত বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার ১০টি ভৃমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে।

পটিয়া উপজেলা পরিষদের হল রুমে সকাল দশটায় ভৃমিহীন ও গৃহহীনদের এসব ঘর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, নির্বাহী অফিসার আতিকুল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,

ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন,কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোষ কুমার সেন সেন্টু,জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু , উপকার ভোগী পরিবারের সদস্যগন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক সুশীলসমাজ এবং উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *