আবদুল্লাহ আল নোমান
পটিয়া থানায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কমল মুন্সির হাট কচুয়াই ইউনিয়ন পরিষদের সামনে এস আই নুরুল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে( ৯০০০হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আজাদ হাসান (২৬) ও মোহাম্মদ ইসমাইল (৪৫)। এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, মাদক পাচার প্রতিরোধে পুলিশ সচেষ্ট রয়েছে। তারই অংশ হিসেবে থানা পুলিশ পৃথক অভিযান ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার ছাড়াও ইয়াবা কারবারে জড়িত ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
