আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঢুকে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা আমান উল্লাহ শিমুল (৩৭) পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হানিফের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি জিয়াউল হক রুবেল (২৬)।
গুরুতর অবস্থায় শিমুলকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিমুলের বড় ভাই ও পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ জানিয়েছেন, সন্ত্রাসী জুলুর নেতৃত্বে অতর্কিত হামলা হয়। স্থানীয়রা জানায়, জুলু পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার বাসিন্দা। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবি। সে এর আগেও এ রকম অনেক ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, আজ (১৩ই জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার সময় পটিয়া রেলস্টেশন এলাকায় এক সিএনজি চালিত অটোরিকশাচালকের সঙ্গে সন্ত্রাসীদের বাগ্বিতণ্ডা হয়। এর প্রতিবাদ করায় প্রথমে কলেজ ছাত্রলীগ নেতা রুবেলকে কিলঘুসি মেরে জখম করে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পৌরসভা যুবলীগ নেতা শিমুল। জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় সন্ত্রাসীরা তাঁদের কুপিয়ে পালিয়ে যায়।
পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হোসেন জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিতভাবে একজনকে কুপিয়েছে। তবে কী কারণে কুপিয়েছে, তা জানেন না। সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ রয়েছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের খবর শুনে পুলিশ দ্রুত পটিয়া হাসপাতালে ছুটে গেলেও কাউকে খুঁজে পায়নি। এ ঘটনায় থানায় এখনও মামলা দায়ের হয়নি। সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।