মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষথেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

(১৮ জুলাই রবিবার ) বিকালে পদুয়া ইউনিয়ন পরিষদে অসহায় কর্মহীন মানুষদের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হামিম হোসেন রবিন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বর্তমান সরকার অসহায় ও গরিব দুঃখী মানুষের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে কাজ করে জাচ্ছেন বলে জানায়।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই জনপথের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন করোনার দুর্যোগ যতদিন থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ দেশের মানুষের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *