নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা জুট প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির অন্যতম সদস্য পাট শ্রমিকেনতা আব্দুল লতিফ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা ,
জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সাচ্ ও সদস্য সচিব এইচ রবিউল এইচ, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা আহবায়ক আবুল হোসেন পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন বারী, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি উদ্দিন আহমেদ প্রাচী ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নারী মুক্তি সংসদের জেলা সংগঠক মেহেরুন নেছা।
উল্লেখ্য গতকাল (১৬ মে) সোমবার রাত আনুমানিক ৯ঃ৩০ মিনিট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের পাঠানটুলী তার নিজ বাস ভবনে আব্দুল লতিফ মিয়া ( ৬৫ ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রীসহ এক ছেলে দুই মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন।