মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক ভেলাতৈড় যৌদ্দপীর কবরস্থানের প্রায় ৯ টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২৫ আগস্ট) রাতে যৌদ্দপীর কবরস্থানের পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, ৯-১০টি পুরাতন কবরের মাটি খুড়া ও ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কি হয়েছে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *