মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :

পর্নোগ্রাফি আইনে দুই যুবক সহ আদালতের ওয়ারেন্ট ভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলার করনাই গ্রামের তোফাইল ইসলামের ছেলে আনিসুর রহমান, লেদের মোহাম্মদের ছেলে আব্দুল জব্বার, জব্বারের ছেলে নওশাদ, ফজলে হোসেনের ছেলে আফজাল হোসেন ও তোজাম্মেল হোসেন, রুস্তম আলীর ছেলে পয়গাম আলী, জাবরহাট গ্রামের তৌহিদুলের ছেলে ফিরোজ এবং পাশ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের খগেন দাসের ছেলে কৃষ্ণ দাস।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার হওয়া আনিসুর ও ফিরোজ উড়তি বয়সের ছেলে মেয়েদের মোবাইল ফোনের মেমোরিতে অশ্লীল ভিডিও লোড ব্যাবসা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে দুটি কম্পিউটার সহ তাদের গ্রেফতার করা হয়। কৃষ্ণ দাসের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *