আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও চাকুরি দেওয়ার নামে ঘুষ-দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান চেয়ারম্যান থাকাকালীন তার ইউনিয়নের উপদইল খেজুরতলা জালীয়া পাড়া গ্রামের আকলিমা বেগমের কাছে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে চার হাজার টাকা, সিরাজ আলীর নাতীকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নাম করে সিরাজের কাছ থেকে ১৫ হাজার, মৃত মফিজুল হকের স্ত্রী আবেদা খাতুনকে বিধবা ভাতা দেওয়ার নামে ৫’শ টাকা নেন। এতেও তাদের কোন কাজ না হওয়ায় ভূক্ত ভোগীরা সাবেক চেয়ারম্যান মোস্তাফিজারের কাছে টাকা ফেরত চাইতে গেলে তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

এছাড়াও বিভিন্ন টিআর-কাবিখা প্রকল্প বাস্তবায়নের নামে সরকারী অর্থ আত্নসাৎ করার অভিযোগ রয়েছে ওই সাবেক চেয়ারম্যান মোস্তাফিজারের বিরুদ্ধে। বর্তমানে তিনি আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলা সদস্য পদে নির্বাচন করছেন। এতে ওই সব ঘুষ দূর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে সেনগাঁও ইউনিয়ন বাসী।

এ বিষয়ে সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার বিরুদ্ধে সড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে করা অভিযোগ গুলো সত্য নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *