ছবিঃ সংগৃহীত
নৌ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে। সামগ্রিকভাবে পুলিশ ভালো কাজ করছে।
সভায় নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) শফিকুল ইসলাম নৌ পুলিশের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, নৌ পুলিশ নৌপথের নিরাপত্তা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে দায়িত্ব পালন করে যাচ্ছে।