প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীন বাংলাদেশে আজ মত প্রকাশের স্বাধীনতা নেই। সরকার জনগণের নিকট দায়বদ্ধ নয়। তাই নিবর্তন মূলক আইন প্রণয়ণ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের মুক্তবুদ্ধি ও চিন্তা যারা করতো তাদের কন্ঠ রোধ করছে।

সোমবার (১৫ মার্চ) সকাল ১১:৩০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে প্রগতিশীল ছাত্র জোট’র এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক সংহতি ঘোষ রমা, ছাত্র ফ্রন্ট জেলার অর্থ সম্পাদক মুন্নি সরদার।

নেতৃবৃন্দ বলেন, মুশতাকের মত লেখককে হত্যা করেছে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই। কার্টুনিষ্ট কিশোরকে কারাগারে আটকে রেখেছে মাসের পর মাস। সেখানে শারীরিক ও মানুষিক টর্চার করা হচ্ছে। ঢাকা শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ মশাল মিছিলে নেতৃবৃন্দের উপর পুলিশের নির্মম লাঠি চার্জ বলে দেয় সরকার ভুল পথে হাঁটছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অর্ধশতাধিক নেতা কর্মী আহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *