বন্দর প্রতিনিধি:
প্রচন্ড তাপদাহের কারনে স্টোকে আক্রান্ত হয়ে (৬০) বছরের এক বৃদ্ধা অজ্ঞাত পুরুষ পাগল মৃত্যু বরণ করার খবরর পাওয়া গেছে।

বুধবার (৭ জুন) দুপুরে বন্দর থানার মদনগঞ্জস্থ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান তুতীয় শীতলক্ষা সেতুর উপরে ওই অজ্ঞাত নামা পুরুষ পাগল মৃত্যু বরণ করে। এ ঘটনার খবর পেয়ে বিকেল ৫টায় বন্দর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আবু বক্কর সিদ্দিক ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাত নামা পুরুষ পাগলটি গত কদিন ধরে বন্দরে মদনগঞ্জস্থ তৃতীয় শীতলক্ষা সেতুর উপর অবস্থান করছিল। বুধবার দুপুরে প্রচন্ড তাপদাহের কারনে রোগাক্রান্ত অজ্ঞাত নামা পুরুষ পাগল স্টোক করে উক্ত ব্রীজে সে মৃত্যু বরণ করে। পরে অজ্ঞাত পাগলের মৃত্যু সংবাদটি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, এলাকাবাসী সংবাদের প্রেক্ষিতে দ্রুত ঘটনাস্থল আসি। এলাকাবাসী জানিয়েছে অজ্ঞাত নামা পাগলটি গত কদিন ধরে তৃতীয় শীতলক্ষা সেতু উপরে অবস্থান করছিল।

অযত্ন ও অবহেলাসহ প্রচন্ড তাপদাহের কারনে অজ্ঞাত নামা পাগলটি দুপুরে ব্রীজের উপরে স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। আইনী প্রক্রিয়া সম্পর্ন হওয়ার পরে স্থানীয় এলাকাবাসী অজ্ঞাত নামা বৃদ্ধা পাগলের মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *