মোহাম্মদ এরশাদুল লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমেদ বীরবিক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
১৭ এপ্রিল লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন পরে বিক্ষোভকারীরা কর্নেল অলি আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন।
এর আগে চৌধুরী প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলাহ উদ্দিন হিরু৷
এসময় বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া ফারুক, আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহ-সভাপতি হারুন অর রশিদ অর্মি হারুন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জয়নাল আবেদীন, বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন অভি,সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাদ্দাম, কোষাধক্ষ্য কামাল উদ্দিন, সহ-প্রচার জামাল উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজ্জাদ, রুবেল, কুদ্দুস, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন রশীদ ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, মুর্শেদ, মাইনুদ্দিন, বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গগত, গত ১৫ এপ্রিল পদুয়ায় উপজেলা এলডিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। এতে দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে
এসময় বক্তারা অবিলম্বে কর্নেল অলিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান