নারায়ণগঞ্জ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আলহাজ্ব আজমেরী ওসমানের নির্দেষনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর আল্লামা ইকবাল রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গোলচত্বর ঘুরে পুনরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়।
মিছিল শেষে নাসিম ওসমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজমেরী ওসমান বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করেন। আমরা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অতিদ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।