তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক নিয়ে ব্যক্তিগত প্রচারণার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষণ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করবেন তার মনোনিত প্রতিনিধি সংশ্লিস্ট এমপি, বা এমপির প্রতিনিধি
উপজেলা চেয়ারম্যান, তা না হলে ইউপি চেয়ারম্যান বা সদস্য। কিন্ত্ত একজন মনোনয়ন প্রত্যাশী কি বিবেচনায় এসব চেক বিতরণ করেন, এতে কি দলের ভাল হচ্ছে না মন্দ হচ্ছে সেই প্রশ্ন এখন সর্ব মহলে আলোচনা হচ্ছে, আবার কেউ বলছে তাহলে কি এদের থেকে সোহেলই জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠলো, পাঁচ বছর আগের সোহেলের সঙ্গে এখনকার সোহেলকে মিলাতে পারছে না।
জানা গেছে, বেলাল উদ্দিন সোহেল দেওপাড়া ইউনিয়নের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনযন প্রত্যাশা করে মাঠে নেমেছেন।এদিকে বিভিন্ন মসজিদ-মন্দির ও কবরস্থান ইত্যাদির উন্নয়নে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক তিনি বিতরণ করে ভোটারদের প্রভাবিত করার চেস্টা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে জনমনে তীব্রক্ষোভ ও অসন্তোষের সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়,বইছে মুখরুচোক নানা গুঞ্জন। অনেকে বলছে, এসবের মধ্যদিয়ে এই জনপদের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপেক্ষা করা মানে ইউপিবাসীকেই উপেক্ষা করা হয়েছে। এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় বেলাল উদ্দিন সোহেলের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।