মশি উদ দৌলা রুবেল চট্টগ্রামঃ
মহান স্বাধীনতাও জাতীয় দিবস উপলক্ষে, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ কারি বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, চেয়ারম্যান উপজেলা পরিষদ ফটিকছড়ি। এছাড়াও উপস্থিত ছিলেন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গ।আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিসান বিন মাজেদ ফটিকছড়ি। চট্টগ্রাম, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সকলের প্রিয় সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদুল আরেফিন ফটিকছড়ি, চট্টগ্রাম।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং দুপুরে মুক্তিযোদ্বাদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আয়োজনে উপজেলা প্রশাসন ফটিকছড়ি, চট্টগ্রাম।
