আজিজুল হক নাজমুল
স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যার। আটক ভারতীয় নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালকাটি গ্রামের দুধু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ টায় অনন্তপুর সীমান্তে আন্তজার্তিক মেইন ৯৪৬ এর সাব পিলার ৫ এস থেকে দুইশ গজ বাংলাদেশের অভ্যান্তরে ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২ টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পার্সপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *