খাদিজা আক্তার ভাবনাঃ

২৬/১১/২০২১রোজ শুক্রবার সকাল ৬.৩০ মিনিটে,স্থানঃ ওসমানী পৌর স্টেডিয়াম, ইসদাইর, ফতুল্লা,নারায়ণগঞ্জ মাঠে।
ফ্রেন্ডলি ক্রিকেট টিম,নারায়ণগঞ্জ, F.C.T,৪ র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী, উপলক্ষে, ক্রিকেট টুর্নামেন্ট ও আনন্দ আয়োজন এর মিলনমেলার আয়োজন করেছে,

সারাদিন ব্যাপি খেলার আয়োজন ছিল উৎসবমুখর পরিবেশে সেখানে ৪ টি ক্রিকেট টিম অংশ গ্রহণ করেন।
ফ্রেন্ডলি ক্রিকেট টিম, নারায়ণগঞ্জ চারটা টিমের নাম হচ্ছে
১. এফসিটি ডমিনিয়ন ২. এফসিটি প্রিন্স ইলেভেন
৩. এফসিটি ভিক্টোরিয়ান্স ৪. এফসিটি সাইক্লোন,

এই ৪ টি ক্রিকেট টিম এর মধ্যে
ফাইনাল খেলেন কেপ্টেন আতাউর রহমান রাসের এর (এফসিটি ডমিনিয়ন) টিম ও কেপ্টেন আনোয়ার মিজির ( এফটিসি ভিক্টোরিয়ান্স) টিম,

আয়োজন এর প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম নাসির,যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থা।

এ সময় মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুজ্জামান,জেলা ইনচার্জ, নির্বাহী, সন্ধ্যানী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ,
আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডলি ক্রিকেট টিম নারায়ণগঞ্জ এফসিটির ৪ ক্রিকেট টিমের খেলোয়াড়, আতাউর রহমান রাসেল,জিবরান,
আনোয়ার মিজি, নাজির হোসেন,
দিপ্ত,ফিরোজ হোসেন, রুহুল আমিন, রাকিব রিয়াদ,রিপন,
মির মনসুর, সানি ইসলাম, নয়ন সরকার, সুমন সরকার, মাসুদ,
৬০ জন সহ অতিথিবৃন্দ শুভাকাঙ্ক্ষীরা,

এ সময় আতাউর রহমান রাসেল বলেন আমরা সবাই
স্পেশালি মিস করেছি এফসিটির নাগিন বয় সৌদি আরব প্রবাসী সেতু খান এবং ইনজুরি আক্রান্ত নারায়ণগঞ্জের আহসান ফজল জনি এ দুজনকে।

খেলায় ট্রফি জিতে চ্যাম্পিয়ন হয়েছে (এফসিটি ভিক্টোরিয়ান্স)
রানারআপ হয়েছে (এফসিটি ডমিনিয়ন)
বিকেলে খেলা শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *