মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম -বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে, বগুড়ার মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের একটি টিম গত (১৯ এপ্রিল) সোমবার রাত্রি ১২.০০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীণ মাটিকোলা সাকিনস্থ মাটিকোড়া উল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটের সামনে হুকুম আলী বাস স্ট্যান্ড হইতে মথুরাপুরগামী পাকা রাস্তার পূর্ব পাশ্বে পাকা রাস্তার ওপর হইতে ০৫(পাঁচ)গ্রাম হিরোইন সহ আসামী মোঃ মাজেদুর রহমান ওরফে মিলন(৪০) পিতা- মোঃ নাজমুল হক সাং-নগর হাট,থানা-শাজাহানপুর,জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির অপর একটি টিম গত (১৯ এপ্রিল) সোমবার রাত্রি ০৮.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন রনবীরবালা গ্রামস্থ ১ নং স্বাক্ষী মোঃ সোহেল (২০) , পিতা মোঃ আবুল হোসেন এর মনোহারী দোকানের সামনে ফুলবাড়ী/কাফুরা গামী পাকা রাস্তার উপর হইতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা সহ আসামী ১। মোঃ জহুরুল ইসলাম (২০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা মৃত জোবেদা বেগম, সাং-চকপোতা বাগড়া, থানা শেরপুর জেলা বগুড়াকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া ধুনট ও শেরপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।