মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন শেরপুর থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি ও কার্যক্রম জোরদার করেছে। গতকাল ১৪ এপ্রিল (বুধবার) সকাল থেকেই শেরপুরের (নবাগত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ময়নুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম, পুলিশ তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রায়হান পিএএ উপজেলার ধুনট মোড়, কলেজ রোড, মির্জাপুরহাটসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন শেরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ এবং শেরপুর উপজেলা (ভূমি) অফিসের সদস্যবৃন্দ ও পুসাসের সদস্যরা।

করোনা সংক্রমণরোধে শেরপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: দন্ডিত ১
অন্যদিকে, মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান ছাড়াই অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করায় ১ টি মামলায় ১জনকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

শেরপুর উপজেলা (নবাগত) নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ময়নুল ইসলাম বলেন, নিজ নিজ অবস্থানে থেকে আমরা সবাই সচেতন হয়ে অপরকে সচেতন করে তুলতে পারলে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিরাপদে থাকবো। আর করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে সবাই ঘরে থাকুন। অযথা বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাকে গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সার্বিক বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান জানান, জরুরি সেবার আওতায় থাকা পরিবহন ও ব্যক্তিদের ব্যতীত কাউকে বাইরে যেতে বা শেরপুর শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। আর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। যা বাস্তবায়নে পুলিশের সদস্যরা সড়ক, মহাসড়কে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার কাজ করা হবে। তিনি আরোও বলেন,আমরা গতবার দেখেছি, মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হয়। এবার এই বিষয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তা বাস্তবায়ন করতে এবং লকডাউন কার্যকরী করতে শেরপুর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট চলমান রাখবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমরা মাঠে থেকে লকডাউন কার্যকর করব এবং কঠোরভাবে কার্যকর করব। সরকারি প্রজ্ঞাপনে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় সম্মুখভাগে থেকে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *