নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফ. বি. জে. ও.) ও নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং কাউন্সিল আইন ১৯৭৪” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে এ সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এম. জি. কিবরিয়া চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন- পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন। এবং সেই অনুযায়ী কাজ করতেন।
এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোনো যুদ্ধেই সফল হওয়া যায় না৷ মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। দূর্নীতি বেশি হলেও তাই বলে এজন্য সবাই দায়ী নয়। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়োজনে জনমত গড়ে তুলতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউপ মারমা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এম. জি. কিবরিয়া চৌধুরী, ডঃ উৎপল কুমার সরকার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফ. বি. জে. ও.) এর চেয়ারম্যান এস. এম. মোরশেদ, মহাসচিব এস. এম. হানিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান দিপু, অর্থ সচিব ও নবজাগরণ পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের শাখাওয়াত হোসেন, দৈনিক এ সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক এম. এম. তোহা প্রমুখ।