ইন্দ্রজিৎ টিকাদার
টিয়াঘাটা প্রতিনিধি ঃ
দেশব্যাপী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার কোভিড ১৯ গণটিকা কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বটিয়াঘাটা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি ।
উক্ত গণটিকা কার্যক্রম বাস্তবায়নে ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় এক আলোচনা সভা স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
অপরদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ টিকা প্রয়োগের শেষ দিন হওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে উপছে পড়া ভিড় হয়েছে । স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা মোতাবেক আগামী ২৬ ফেব্রুয়ারির পর থেকে প্রথম ডোজ টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে । তবে যারা প্রথম ডোজ টিকা গ্ৰহন সম্পন্ন করেছে তারা দ্বিতীয় ও বুষ্টার ( তৃতীয় ) ডোজ টিকা নিতে পারবেন ।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রথম ডোজ টিকাদান কর্মসূচি একে বারে বন্ধ হবে না । শর্তসাপেক্ষে প্রথম ডোজ টিকা প্রয়োগ করতে পারবেন । তবে দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকাদান কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে ।