ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ
দেশ ব্যাপী সরকারের স্বাস্থ্য বিভাগের গত টিকা দান কর্মসূচি বাস্তবায়নে জেলার বটিয়াঘাটা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি বদ্ধ পরিকর ।
উপজেলার ৭ ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন ৩৫০ জন করে মোট ২৪৫০ জন সুফলভোগীয় পর্যায়ক্রমে টিকা নিতে পারবেন । করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সকলে টিকার আওতায় আসার চেষ্টায় গতকাল শনিবার সকালে দূর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে প্রত্যেকটি টিকা কেন্দ্রে উপছে পড়া উপস্থিতি তাই বলে দিচ্ছে ।
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সকল কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর এবং সকলের সহযোগিতায় বাস্তবায়ন করে চলেছে ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে জানান, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে । বিশেষ করে মহিলাদের উপস্থিতি সচেতনতার বাস্তব উদাহরণ হিসেবে লক্ষ্য করা গেছে ।
তিনি বলেন,শুধু জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধনকৃত কাগজপত্র হলেই টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্ৰহনকরা যাবে । এব্যাপারে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিটি কর্মসূচি সকলের সহযোগিতায় বাস্তবায়নয় করে আসছে ।
এবারও গণ টিকা কর্মসূচি সফল ভাবে বাস্তবায়িত হবে । সকলকে টিকা আওতায় পর্যায়ক্রমে আনা হবে এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।