বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় জলমা তহশীল অফিসের ঘূষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজনে গতকাল রবিবার বিকেলে এক মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । উল্লেখ্য জলমা তহশীল অফিস ও উপজেলা ভূমি অফিস দীর্ঘদিন যাবৎ দালাল দ্বারা পরিচালিত হয়ে আসছে । বিগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান ভূমি অফিসের দালাল নির্মূল করতে অভিযান চালিয়ে জেল জরিমানা আদায় করলে ও তিনি অন্যত্র বদলি হলে আবারও দালালদের দৌরাত্ম মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে ।
একাধিক সূত্র জানিয়েছে, জলমা তহশীল অফিসের সহকারী তহশীলদার মোঃ তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে ১০ টাকার দাখিলা/ খাজনা ১০০০ টাকা এবং ১ হাজার টাকার দাখিলা ১ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । কিন্তু দাখিলায় সরকারি রাজস্ব আদায় লেখায় মাত্র ১০০ টাকা থেকে ৫০০ টাকা । উল্লেখ্য জলমা তহশীলের সহকারী তহশীলদার তৌহিদের দাখিলা ঘুষ বাণিজ্য বাস্তবায়নের লক্ষ্যে তার নেতৃত্বে গড়ে তুলেছেন বিশাল দালাল সিন্ডিকেট । এছাড়া উপজেলা ভূমি অফিসেও চলছে ডিজিটাল স্টাইলে ঘুষ ও অনিয়ম । দালালদের কাজ ছাড়া সাধারণ মানুষের কোন কাজ হচ্ছে না । দালালদের মাধ্যমে জমির শতাংশ হিসেবে ঘুষের অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে একটা সূত্র জানিয়েছে ।