ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও খুলনা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল এর ব‌্যক্তিগত অর্থায়নে ১১৪ টি পূজা মন্ডপের কমিটিকে প্রত্যেককে ১০০০ টাকা করে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকা অনুদান প্রদান করেন ।

গত পরশু ২৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় স্থানীয় বটিয়াঘাটা বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন তার নিজস্ব কার্যালয়ে উক্ত অনুদান প্রদান করা হয় । এসময় উপজেলার সকল পূজা মন্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে অনুদান প্রদান শেষে সবাইকে মিষ্টিমুখ ও কূশলবিনিময় করেন ।

এছাড়াও তিনি ( দাকোপ-বটিয়াঘাটা) খুলনা -১ আসন থেকে আগামী ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে দলীয় কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের মাঝে বিভিন্ন উৎসব ও করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য সামগ্রী,শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করে আসছে ।

বর্তমানে আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে (দাকোপ -বটিয়াঘাটা) দুই উপজেলার অসহায় মানুষের মাঝে ২০০০ পরিবারকে শাড়ি কাপড় বিতরণ করেছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *