ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনা জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত মটরসাইকেল প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, আমি জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আ’লীগের একজন কর্মী হিসেবে দেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুলনাঞ্চলের উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করেছি ।
বিগত দিনে এ অঞ্চলের মানুষ আ’লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ জেলা পরিষদের প্রসাশক ও চেয়ারম্যান পদে একাধিকবার আমাকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে।কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই,হতে পারে, সেক্ষেত্রে আমারও ভুল ত্রুটি হতে পারে ।
তাই বটিয়াঘাটার সন্তান হিসেবে সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শেখ হাসিনার দেয়া জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত মোটরসাইকেল প্রতীককে পুনরায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।কথা দিচ্ছি, বটিয়াঘাটার সন্তান হিসেবে আমরা সকলে মিলে মিশে এ এলাকার সকল উন্নয়ন অব্যাহত রাখবো এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার সহযোগিতা করবো ।
তিনি গতকাল সোমবার বেলা ৩ টায় বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন । উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোকিত বরেণ্য অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি ।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য প্রার্থী দিলীপ হালদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এ্যাডভোকেট সোহরাব আলী সানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারী,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা,
জেলা আ’লীগ সহ-সভাপতি যথাক্রমে আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু,অধ্যক্ষ দেলোয়ার হোসেন,এ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, বিএমএ সালাম,এ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, আলহাজ্ব সরফদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবা ও শ্রীমন্ত অধিকারী রাহুল ।
অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা এ্যাডভোকেট অলোকানন্দ দাস,হালিমা ইসলাম,এ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী,বুলু রায় গাঙ্গুলী, জামিন খান, সরদার জাকির হোসেন, মোঃ জলিল তালুকদার, চৈতালী হালদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক রাতুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অশোক, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,পল্লব বিশ্বাস রিটু,জি এম মিলন গোলদার, আসলাম হালদার, ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার, উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়, বিএম মাসুদ রানা, মোঃ ওয়াহিদুর রহমান, জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সাধারণ সদস্য মোল্লা মোঃ মিজানুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি টপ্রও সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।