ইন্দ্রজিৎ টিকাদার,
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে গতকাল রবিবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী । অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১ টায় কেক কাটা, বেলা ১২ টায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান । বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি রাণী পাল ও সহ-সাধারণ লিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানস পাল । অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা আ’লীগ নেতা বিএম মাসুদ রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোস্তফা বিলাল, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো,এ্যাডভোকেট অনিল মল্লিক,বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি হিরন্ময় রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা রাজু হালদার, ফাল্গুনী গোলদার,ডাঃ সবুজ সরকার,ডাঃ দেবাশীষ রায়, অরূপ জোয়াদ্দার,শেখ ওয়াশিয়া রহমান, বন্ধনা রায়, বিউটি বিশ্বাস,হেমজ,উত্তম টিকাদার, সুদীপ্ত মল্লিক,সঞ্জিবন মিস্ত্রী, মধুসূদন মল্লিক, নিপুণ বালা, সজল বালা, দিপংকর ঢালী প্রমূখ । অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।